ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধ শুধু টেলিভিশন-পত্রিকাতেই আছে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
অবরোধ শুধু টেলিভিশন-পত্রিকাতেই আছে! রাশেদ খান মেনন

ঢাকা: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কেবল টেলিভিশন স্ক্রিন ও পত্রিকার কাগজেই আছে। বাস্তবে অবরোধের কোনো প্রভাব নেই।



শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কমরেড মনি সিংহের ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। যেসব ঘটনা ঘটছে তা কোনো বিছিন্ন ঘটনা নয়। দেশে জঙ্গিবাদীদের অবস্থান করানোর ষড়যন্ত্র চলছে। মার্কিন দূতাবাসের বক্তব্য শুনছি, এগুলো বিক্ষিপ্ত ঘটনা নয়।

পে-কমিশন নিয়ে বড় আন্দোলনের প্রয়োজন থাকলেও, তা কেবল মৃদু প্রতিবাদে সীমাবদ্ধ হয়ে আছে বলেও জানান রাশেদ খান মেনন।

তিনি বলেন, পে-কমিশনে ১ অনুপাত ১০ নীতি অনুসরণ করা হয়েছে। কমর্চারীরা প্রতিবাদ আন্দোলন করলেও, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। এটা দুঃখজনক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ড. এম এম আকাশ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, নারী নেত্রী আয়শা খানমসহ প্রমুখ।

এম এম আকাশ বলেন, নতুন প্রজন্মের যারা স্বাধীনতার চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চান তাদের কমরেড মনি সিংহ সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধে কিভাবে তিনি মজদুর শ্রেণিকে একত্রিত করেছিলেন তা জানতে হবে। সমাজের সব শ্রেণিকে একসঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।