ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ এমপির গ্রেফতার দাবিতে আ’লীগের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
আ’লীগ এমপির গ্রেফতার দাবিতে আ’লীগের সংবাদ সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগে ফেনী-৩ আসনের সংসদ সদস্য রহিম উল্যার গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (জানুয়ারি ০৯) দুপুরে ফেনী শহরের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


 
সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য রহিম উল্যা নিজেকে আওয়ামী লীগ নেতা দাবি করলেও তিনি আওয়ামী লীগের কোনো স্তরের নেতাকর্মী নন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তার আসনে লুটপাট আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এ সময় তাকে পাগল আখ্যায়িত করে অবিলম্বে গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ইতোমধ্যে সংসদ সদস্য রহিম উল্যার বিরুদ্ধে ফেনীর বিচারিক আদালতে দুটি মামলা দায়ের করেছে আওয়ামী লীগের নেতারা। অবিলম্বে তাকে গ্রেফতার না করলে তীব্র আন্দোলন করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জেড এম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম কামাল উদ্দিন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।