ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

নয়াপল্টনে পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক ১

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, জানুয়ারি ৯, ২০১৫
নয়াপল্টনে পেট্রোল বোমা বিস্ফোরণ, আটক ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর নয়াপল্টনের স্কাউট ভবনের সামনের সড়কে পরপর দু’টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে স্কাউট ভবনের পাশের একটি মার্কেটের গলির মুখে এ বিস্ফোরণ ঘটানো হয়।



এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত ওই মার্কেটের গলির মুখে সড়কে পরপর পেট্রোল বোমা দু’টির বিস্ফোরণ ঘটিয়েই চম্পট দেয়। তবে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়।

এ ঘটনায় কেউ ‍আহত হয়নি বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।