ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা ‘ইসলামবিরোধী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, জানুয়ারি ৯, ২০১৫
খালেদা ‘ইসলামবিরোধী’ মাহবুব উল আলম হানিফ

ঢাকা: বিশ্ব ইজতেমা শুরু হলেও অবরোধ প্রত্যাহার না করে বিএনপি নেত্রী খালেদা প্রমাণ করেছেন তিনি ইসলাম বিরোধী। অথচ তিনিই জামায়াতকে নিয়ে ইসলাম রক্ষকের মতো বক্তব্য দিয়েছেন।



শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ অভিযোগ করেন।  

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে আওয়‍ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তাদের ধারণা তারাই একমাত্র ইসলামের রক্ষক। কিন্তু বিশ্ব ইজতেমা শুরু হলেও মুসুল্লিদের কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করেনি।

খালেদাকে ‘মিথ্যাচারে পারদর্শী‘ উল্লেখ করে হানিফ বলেন, খালেদা জিয়া ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে কুন্ঠাবোধ করেন নি। তিনি মিথ্যাচারে পারদর্শী। ক্ষমতায় থাকাকালে এমন কোনো অপকর্ম নেই যেটা তারা করেন নি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।