ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেকের নামে রাষ্ট্রদ্রোহ মামলার নিন্দা ছাত্রদলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
তারেকের নামে রাষ্ট্রদ্রোহ মামলার নিন্দা ছাত্রদলের

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

শুক্রবার (০৯ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে তারা বলেন, সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ‘কুক্ষিগত’ করে তা বিরোধী শক্তিকে দমনের কাজে ব্যবহার করছে। এরই আরেকটি ‘ন্যাক্কারজনক’ উদাহরণ পুলিশ কর্তৃক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এই মামলা। ক্ষমতায় থাকতে মরিয়া এই সরকার এখন ‘পাগল’ হয়ে গেছে।

তারা আরো বলেন, এই ‘অবৈধ’ সরকার ভুলে গেছে, জনগণ যখন রাজপথে নেমে আসে তখন কোনো ‘স্বৈরশাসকই’ আর ক্ষমতায় থাকতে পারে না।

বিবৃতিতে বলা হয়, এই ‘অবৈধ’ সরকারের সব ভয় এখন বিএনপির ‘পথপ্রদর্শক’ তারেক রহমানকে ঘিরে। তারা বুঝে গেছে তারেক রহমানের নেতৃত্বে সামনে তাদের পতন আসন্ন প্রায়। আর এ জন্যই এই ‘ফ্যাসিবাদী’ সরকার দেশের সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারেক রহমানের ‘সত্য’ কথনের পথ রুদ্ধ করার পাঁয়তারা করছে। কিন্তু ছাত্রদল এই ‘অবৈধ’ সরকারের এমন ‘অগণতান্ত্রিক’ আচরণ বেশিদিন চলতে দেবে না। খুব শিগগিরই দেশের জনগণ ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন ঘটানো হবে।

এদিকে আরেক বিবৃতিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা গোলাম কিবরিয়া শিমুল, সোলেমান হোসেন, সোহেল হোসেন, ইশতিয়াক আহমেদ ফারান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর গোসেন ও ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক সোহাগকে গ্রেফতারের প্রতিবাদ জানান ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।