ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় বিএনপি নেতা পিন্টু গ্রেফতার

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩২, জানুয়ারি ১০, ২০১৫
কুষ্টিয়ায় বিএনপি নেতা পিন্টু গ্রেফতার ছবি : প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউর রহমান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের ক্রিসেন্ট ক্লাবের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।



কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‍আবদুল খালেক জানান, গত ৫ জানুয়ারি বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারভুক্ত আসামি পিন্টু। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

৫ জানুয়ারি ওই সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রমজান বাদি হয়ে মামলা করেন। এর আগে ওই মামলায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।