ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় চতুর্থ দিনেও শহরমুখী আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বগুড়ায় চতুর্থ দিনেও শহরমুখী আওয়ামী লীগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি’র ডাকা সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে অন্যান্য দিনের মতো শুক্রবার (৯জানুয়ারি) চতুর্থ দিনেও শহরমুখী ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। জেলার অন্যান্য উপজেলাতে বিএনপি কিছুটা প্রভাব ও অবস্থান দেখাতে পারলেও জেলা সদরে বা শহরের কেন্দ্রস্থল সাতমাথা কেন্দ্রিক কোনো কর্মসূচি ছিল না জেলা বিএনপি ও সংগঠনগুলোর।



সকালের দিকে অবরোধের সমর্থনে ২০ দলীয় জোট শাজাহানপুর উপজেলাধীন শাকপালা এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করে চলে যায়। এরপর থেকে ওই সড়কে বা শহরের আশপাশে তাদের আর দেখা মেলেনি। তৃনমূল নেতাকর্মী কিছুটা সাহস দেখানোর চেষ্টা করলেও শীর্ষ নেতাদের কারণে শহরমুখী হতে পারেননি তারা।

এদিকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনভর শহরের কেন্দ্রস্থল সাতমাথা ও এর আশপাশের এলাকা দখলে নিয়ে নেয়। একের পর এক মিছিল ও সমাবেশ করে অবরোধের বিপক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করতে থাকেন তারা।
   
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানিয়েছেন, জেলা সদরের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
  
বাংলাদেশ সময় : ০৬৫৪ ঘণ্টা,  জানুয়ারি ১০,  ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।