ঢাকা: দেশের বর্তমান রাজনীতিতে এক ধরনের ষড়যন্ত্র চলছে। বুর্জোয়া দুই রাজনৈতিক দল ক্ষমতা দখলের খেলায় মত্ত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
তৎকালীন প্রবাসী সরকারে উপদেষ্টা ও সিপিবি’র প্রতিষ্ঠাতা মণি সিং স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজন করে ‘কমরেড মণি সিং মেলা উদযাপন কমিটি। ’
ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, উদীচীর সভাপতি কামাল লোহানী, প্রগতিশীল আন্দোলনের নেতা অজয় রায়, সিপিবি’র উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, রাজনীতিতে বাম আদর্শের দলগুলোর শক্ত কোনো অবস্থান নেই। দলগুলোর নিশানা এক হলেও মিশন এক হচ্ছে না। কাজেই দেশের বর্তমান রাজনৈতিক ধারা পরিবর্তনের মণি সিংকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। বাম শক্তিকে বিকল্প শক্তি হিসেবে উত্থান ঘটাতে হবে।
রাশেদ খান মেনন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বামপন্থী শক্তি দুর্বল হয়েছে এবং বুর্জোয়া শ্রেণী শক্তিশালী হয়েছে। এই পরিস্থিতিতে মণি সিংয়ের আদর্শকে গ্রহণ করতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে থেকে উত্তরণ ঘটাতে হবে। ’
বিএনপির অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাওয়া থেকে ঢাকায় আসলাম কিন্তু কোথাও অবরোধের ছাপ নেই। কিন্তু এই অবরোধ শুধু কাগজে ও টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। যা সংকটকে আরো ঘণীভূত করছে। ’
বামপন্থী শক্তিকে একত্রিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বামপন্থীদের নিশানাও এক; মিশনও এক। কিন্তু এরমধ্যেও কিছু পার্থক্য সৃষ্টি হয়েছে। কাজেই জনগণকে একত্রিত করে সব বামপন্থী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ’
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের বর্তমান ডুবে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ফিরে আসতে আদর্শবান রাজনীতিবিদ মণি সিংকে স্মরণ করতে হবে। রাজনীতিকে সংস্কার করতে মণি সিংকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। ’
বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এ কমিউনিস্ট নেতা বলেন, বামপন্থী শক্তিগুলোর নিশানা এক। কিন্তু মিশন এক নয়। নিশানা এক হলে মিশন এক হবে না কেন? এ প্রশ্ন বামপন্থী নেতাদের কাছে। দেশের বৃহৎ স্বার্থে বাম শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ’
খালেকুজ্জামান বলেন, বাংলাদেশে রাজনৈতিক গতিধারার ৪৩ বছরে প্রমাণিত হয়েছে দুই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক ধারা এবং জনাকাঙ্খা বাস্তবায়ন করতে পারে না। যে আশা নিয়ে মানুষ আত্মহুতি দিয়েছে তাদের স্বপ্ন ও ধর্ম নিরপেক্ষ দেশ গঠন করা সম্ভব নয়। ’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প শক্তি হিসেবে বামপন্থী শক্তিকে ঐকত্রিত হওয়া প্রয়োজন বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানের শেষে উদীচী শিল্পীগোষ্ঠী সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫