ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফার্মগেটে পেট্রোল বোমায় রিকশাচালক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ফার্মগেটে পেট্রোল বোমায় রিকশাচালক দগ্ধ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ফার্মগেটে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অমল বর্মন (৪৫) নামে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধ‍ার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অমল বর্মন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করেন।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অমল বর্মন জানান, আমার বাড়ি পঞ্চগড়ে। সকালে ৫-৬ রিকশাচালক মিলে বাড়ি যাওয়ার জন্য গাবতলী যাচ্ছিলাম। তেজগাঁও মহিলা কলেজের সামনে (বিপরীত দিকে) আমাদের বাসটি পৌঁছলে মোটরসাইকেল যোগে কে বা কারা পেট্রোল বোমা ছোড়ে। এতে আমার শরীরে আগুন ধরে যায়।

দগ্ধ অমল বর্মনকে তেওজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমসহ সহযোগীরা ঢামেক হাসাপাতালে নিয়ে আসেন।

তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** কুলাউড়ায় বাসে আগুন, অটোরিকশা ভাঙচুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।