ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধে শঙ্কা নিয়ে হল ছেড়েছে ইবি শিক্ষার্থীরা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অবরোধে শঙ্কা নিয়ে হল ছেড়েছে ইবি শিক্ষার্থীরা ফাইল ফটো

কুষ্টিয়া: অনিবার্য কারণবশত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে হর ছেড়ে গেছে অধিকাংশ শিক্ষার্থী।



শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও ২০দরীয় জোটের চলমান অবরোধের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে তারা।

তবে সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি হলের শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়েছে বলে জানা গেছে। তবে অবরোধের মধ্যে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, আবরোধের কারণে চলমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে অনিবার্য কারণ বশত একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার অবরোধের সর্মথনে বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রদল ও ছাত্রশিবির মিছিল করে। এসময় তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এনিয়ে প্রশাসন বৈঠকে বসে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

৩০ নভেম্বর বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ৩৫টি বাস পুড়িয়ে দিলে দীর্ঘ ৩৮দিন বন্ধ থাকার পর ক্যাম্পাস চালু হয় ৮ জানুয়ারি। মাত্র একদিনের মাথায় ক্যাম্পাস বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।