ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

সতর্ক অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জানুয়ারি ১০, ২০১৫
সতর্ক অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান রুহুল কবির রিজভী

ঢাকা: দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে ‍যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ডেকে নিয়ে রাজধানীর গুলশানের একটি অজ্ঞাতস্থান থেকে এ আহ্বান ‍জানান তিনি।



রুহুল কবির রিজভী বলেন, আমাদেরকে সতর্ক অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ, সরকার নিজেই নাশকতা করে তার দায় আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের ওপর চাপানোর চেষ্টা করবে। হামলা-মামলা ও গ্রেফতারের মাধ্যমে চলমান আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টাও চালাবে তারা।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান অমিত শাহ’র সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপ হয়েছে, আবারও এমন দাবি করে রিজভী বলেন, এ বিষয়টি নিয়ে সরকার অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটি তাদের চূড়ান্ত হীনমন্যতারই বহিঃপ্রকাশ। আমাদের মনে রাখতে হবে, সরকার যা করে, যা বলে তার উল্টোটাই সত্য।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।