ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আরো জঙ্গি হামলার আশঙ্কা করছে আ’লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
আরো জঙ্গি হামলার আশঙ্কা করছে আ’লীগ ছবি: প্রতীকী

ঢাকা: দেশে আরো বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত কয়েক দিন ধরে ‍সারাদেশে অব্যাহতভাবে গ‍াড়ি ভাঙচুর ও পোড়ানো এবং একের পর এক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় এমন আশঙ্কা প্রবল হয়ে উঠেছে বলেই মনে করছে তারা।



এমনকি এ ব্যাপারে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও আলোচনা হয়েছে শনিবার অনুষ্ঠিত দলটির যৌথসভায়।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এ সময় দলের নেতাকর্মীতেদর জঙ্গি হামলার বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।  

এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১২ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভায় ব্যাপক জনসমাগম ঘটানোরও নির্দেশ দেওয়া হয় শনিবারের সভায়।

সভায় আওয়ামী লিগের কেন্দ্রীয় নেত‍ারাসহ ঢাকা মহানগর, ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মণি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, স্বরাষ্ট্র প্রতিমনত্রী আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, স্বেচ্ছ‍াসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওসার, কেন্দ্রীয় নেতা এক এম ‌এনামুল হক শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।