ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাবার নিয়ে গুলশান কার্যালয়ে মহিলা দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
খাবার নিয়ে গুলশান কার্যালয়ে মহিলা দল ছবি: দেলোয়ার হোসেন বাদল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রান্না করা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের একটি দল শনিবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছে।

দুপুর দুইটা ২৫ মিনিটে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সহ-সভাপতি রওশন আরা ফরিদের নেতৃত্বে ৯ সদস্যের দলটি হটপট ও টিফিন ক্যারিয়ারে রুই মাছ , মটর পোলাও, মুরগির মাংস প্রভৃতি খাবার নিয়ে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।



এ সময় মহিলা দলের অন্যান্য নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন রেজওয়ানা আখতার, গুলতাজ বেগম, ফয়জুন নাহার চৌধুরী, শাহানা আক্তার, সাদিয়া হক, নেওয়াজ হালিমা ও এলিজা জামান।
 
মহিলা দলের সদস্যরা শনিবার দুপুর দুইটা ১০ মিনিটে গুলশান কার্যালয়ের মূল ফটকে আসেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে তারা ভেতরে প্রবেশের অনুমতি পান। বেলা ২টা ২৫ মিনিটে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তারা।

উল্লেখ্য, ৫ জানুয়ারি সমাবেশের আল্টিমেটাম-পাল্টা আল্টিমেটামকে কেন্দ্র করে গত সাতদিন ধরে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। তবে বিএনপির দাবি খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবশ্য সরকারের দাবি অবরুদ্ধ করে রাখা নয় বরং খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।