ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

রাজনীতি

উল্লাপাড়ায় জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জানুয়ারি ১০, ২০১৫
উল্লাপাড়ায় জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর বোমা নিক্ষেপের ঘটনায় উল্লাপাড়া মডেল থানার এসআই রাজেশ চক্রবর্তী বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন।



উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম প্রধান, জেলা ছাত্র শিবিরের সভাপতি সোলাইমান হোসেন, উল্লাপাড়া উত্তর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল বাতেন, দক্ষিন শাখার সাধারণ সম্পাদক জান মো. জান্নুসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে এ মামলায় আসামি করা হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে এ মামলায় জেলা ছাত্রশিবিরের সভাপতি ও শিবিরনেতা গোলাম কিবরিয়াকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে (৯ জানুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ-ছাত্রশিবির নেতাকর্মীদের সংঘর্ষে হয়। সংঘর্ষ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ককটেল বোমা নিক্ষেপ করে। এসময় ২ পুলিশ সদস্য আহত হয়।

এঘটনায় বাদী হয়ে পুলিশ এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।