ঢাকা: ‘ম্যাডাম আগের থেকে কিছুটা সুস্থ তবে ওনার শ্বাসকষ্ট বেড়েছে। ’ শনিবার দুপুরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হয়ে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানালেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা।
তিনি আরও বলেন, ‘ ম্যাডাম সবার কাছে দোয়া চেয়েছেন। গণতন্ত্র যেন মুক্তি পায় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন। গণতন্ত্রকে রক্ষার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ’
এর আগে দুপুর দুইটা ২৫ মিনিটে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা ও সহ-সভাপতি রওশন আরা ফরিদের নেতৃত্বে ৯ সদস্যের দলটি হটপট ও টিফিন ক্যারিয়ারে রুই মাছ , মটর পোলাও, মুরগির মাংস প্রভৃতি খাবার নিয়ে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে দুপুর দুইটা ৫৫ মিনিটে কার্যালয় থেকে বের হন তারা।
উল্লেখ্য, ৫ জানুয়ারি সমাবেশের আল্টিমেটাম-পাল্টা আল্টিমেটামকে কেন্দ্র করে গত সাতদিন ধরে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। তবে বিএনপির দাবি খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবশ্য সরকারের দাবি অবরুদ্ধ করে রাখা নয় বরং খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
** খাবার নিয়ে গুলশান কার্যালয়ে মহিলা দল