ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাহবাগে বাসে আগুন

‘আগুন দিয়েই বাস থেকে নেমে গেলো দুই যুবক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
‘আগুন দিয়েই বাস থেকে নেমে গেলো দুই যুবক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে মতিঝিল থেকে জয়দেবপুরগামী বেলাল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলার সময় শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।



বাসের চালক নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রেসক্লাব থেকে দুই যুবক বাসে উঠে একদম পেছনের সিটে গিয়ে বসেন। বাস যখন মৎস ভবন পার হচ্ছিলো তখনই পেছনে আগুন দেখতে পাই। এ সময় দুই যাত্রী চলতি বাস থেকেই নেমে পড়েন। আমরা বাসটিকে শাহবাগ মোড়ে থামাতে থামাতে পুরো বাসেই আগুন ছড়িয়ে পড়ে। শাহবাগ মোড়ে আমরা গাড়ি থেকে নেমে যাই। এ সময় বাসে দশ বারোজন যাত্রী ছিলো।

প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো গাড়িকে দেখা যায়নি। এ ব্যাপারে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, সদর দপ্তর থেকে ইতোমধ্যেই একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ বর্তমানে ঘটনাস্থল কর্ডন করে রেখেছে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কমসূর্চির ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে আজ (শনিবার)।   খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় সরকার বিরোধী এই রাজনৈতিক জোট।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।