ঢাকা: বগুড়ার মহাস্থানগড়ে অবরোধকারীদের ইটের আঘাতে আহত ট্রাক চালক ইমাদুর রহমান (৩৫) মারা গেছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই ট্রাক চালকের সহকারী হেলাল উদ্দিন জানান, নীলফামারী থেকে আলু বোঝাই ট্রাক নিয়ে শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর শ্যাম বাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মহাস্থানগড়ে পৌঁছালে অবরোধকারীরা ট্রাকে হামলা চালায়। এ সময় একটি ইট ট্রাকের সামনের দিকের কাচ ভেঙে চালক ইমাদুরের মাথায় লাগে।
এরপর তাকে বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকাল সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
নাটোরের গুরুদাসপুর থানার জুমাইনগর গ্রামের মানু প্রামাণিকের ছেলে ইমাদুর।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫