কুমিল্লা: কুমিল্লায় রেলওয়ের নাশকতার ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জন আটক করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার বিকেলে মামলাটি দায়ের করা হয়।
লাকসাম রেলওয়ে জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইন মেরামত করার পর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গল কোট স্টেশনের আউটারে রেললাইন কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। রেললাইন কেটে ফেলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল আবার সচল হয়।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫