ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নতুন বাজারে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জানুয়ারি ১০, ২০১৫
নতুন বাজারে বাসে আগুন ছবি : ফাইল ফটো

ঢাকা: রাজধানীর নতুন বাজারে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছেন অবরোধকারীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অবরোধকারীরা আকস্মিকভাবে নতুন বাজার মোড়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

৫ জানুয়ারি কর্মসূচিতে বাধা এবং খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ওইদিন থেকেই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন দলটির প্রধান খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।