ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এবার তরিকুল ইসলামের নামে হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
এবার তরিকুল ইসলামের নামে হত্যা মামলা তরিকুল ইসলাম

যশোর: এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোরে জেলা বিএনপি-জামায়াতের ৪৯ নেতার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে।

অবরোধে যশোর নিউমার্কেট এলাকায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হেলপারের মৃত্যুর ঘটনায় এ মামলার প্রক্রিয়া চলছে।



যশোর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) জহুরুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে বাসে আগুনের ঘটনায় দুইটি মামলা হয়। ওই ঘটনায় দগ্ধ হেলপারের মৃত্যু হওয়ায় পূর্বের দায়েরকৃত মামলার সঙ্গে হত্যা মামলা যোগ হচ্ছে।

গত ৬ জানুয়ারি দিবাগত রাত থেকে পরদিন সকাল পর্যন্ত যশোর শহরের পৃথক তিন স্থানে পার্কিংয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এতে একটি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার মুরাদ হোসেন (২০) দগ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৭ জানুয়ারি বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেন।

ওই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ছাড়াও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, যশোর পৌরসভা মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলামের ছেলে জেলা বিএনপি সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশিদ, জেলা বিএনপি সহ-সভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্নাকে আসামি করা হয়।
       
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।