সিলেট: সিলেট জেলা ও মহানগর এলাকায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। এসময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও রাস্তায় আগুন দেয়।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় পেট্রল ঢেলে আগুন দেয় হরতাল সমর্থকরা। এসময় ওই এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টাও করা হয়।
সিলেট জেলা ছাত্রদল নেতা লিটন আহমদের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রদল নেতাকর্মী মিছিল বের করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে সকালে সাড়ে ৮টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুরের খবর পাওয়া গেছে।
এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের রাজপথে হরতাল সমর্থনকারীদের বড় ধরনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা দু’একটি যানবাহন চলাচল করতে দেখা যায়।
তবে নগরীর কদমতলী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু বন্ধ রয়েছে দোকানপাট।
এদিকে সবধরণের নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সিলেট মহানগর ও জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫