ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় অটোরিকশায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
উল্লাপাড়ায় অটোরিকশায় আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: হরতাল চলাকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে পিকেটাররা।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বগুড়া-নগড়বাড়ী মহাসড়কে উল্লাপাড়া পৌর এলাকার বিজ্ঞান কলেজের পাশে এ ঘটনা ঘটে।



অটোরিকশা চালক খোকন বাংলানিউজকে জানায়, ফল ব্যবসায়ীদের নিয়ে তিনি সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় হরতালে পিকেটিং করা কয়েক যুবক অটোরিকশা থেকে তাকে নামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে উল্লাপাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে অটোরিকশার বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।