ঢাকা: রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
খালেদার সঙ্গে মোনাজাতে আরো অংশ নেন সেলিমা রহমান, মারুফ কামাল খান সোহেল, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, বিলকিছ জাহান শিরিন, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার প্রমুখ।
মোনাজাতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি বাংলানিউজকে জানান, নয়দিন ধরে অবরুদ্ধ থাকায় ম্যাডাম গুলশান কার্যালয় থেকেই আখেরি মোনাজাতে অংশ নেন।
বিগত কয়েক বছর ধরে টঙ্গীর ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে একটি উঁচু ভবনের ছাদে নির্মিত অস্থায়ী মঞ্চে বসে মোনাজাতে অংশ নিতেন খালেদা জিয়া। রাজনৈতিক পরিবেশ প্রতিকূল হওয়ায় এবার যেতে পারেননি তিনি।
প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা থাকা অবস্থায় দলের শীর্ষ নেতাদের নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে গেলেও রোববার তার সঙ্গে দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫