ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয় এলাকায় ফের মাটির ট্রাক

ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
খালেদার কার্যালয় এলাকায় ফের মাটির ট্রাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন করে মাটি, ইট ও বালি বোঝাই ট্রাক মোতায়েন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় এলাকায়।

রোববার দুপুর ১২টার পর এসব ট্রাক আসতে শুরু করে।

বেলা পৌনে একটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এখানে মোট সাতটি ৫ টনি ট্রাক দেখা গেছে। এ সময় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের উত্তর পাশে ৮৬ নম্বর রোডে ২টি ও দক্ষিণ পাশে ৯০ নাম্বার রোডে ৫টি ট্রাককে অবস্থান নিতে দেখা যায়।

চালক ও হেলপারদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বাড্ডা, উত্তরার আব্দুল্লাহপুর ইত্যাদি স্থান থেকে মাটি, বালু ও ইট বোঝাই এসব ট্রাক আনা হয়।

এমন একটি মাটিবোঝাই ট্রাকের চালক সাজাহান বাংলানিউজকে জানান, তিনি আব্দুল্লাহপুর থেকে মাটি বোঝাই করে ট্রাক নিয়ে যাচ্ছিলেন ক্যান্টনমেন্ট এলাকায়। পরে গন্তব্য পরিবর্তন করে তাকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আসতে হয়েছে।

রোববার দিনভর এখানেই তার ট্রাক রাখতে হবে বলে জানান সাজাহান।

গুলশানের পেট্রোল ইন্সপেক্টর আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসব ট্রাক এনেছি। কতো সময় এগুলো এখানে মোতায়েন রাখা হবে সে নির্দেশনা এখনো পাইনি।

এর আগে গত ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন ৪ তারিখে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৩টি মাটি ও বালুর ট্রাক মোতায়েন করা হয়। পরবর্তী ৩/৪ দিনের মধ্যে একে একে সেসব ট্রাক সরিয়ে ফেলা হয়। তবে রোববার থেকে নতুন করে মাটির ট্রাক মোতায়েন শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।