সিরাজগঞ্জ: সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম, জেলা যুবদলের সভাপতি আবু সাইদ সুইট, সাংগঠনিক সম্পাদক আল-আমীন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশসহ ৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজঞ্জে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশবাদী হয়ে মামলাটি দায়ের করে।
এদিকে, ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫