ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয় দলের মানববন্ধনে নয়জন!

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নয় দলের মানববন্ধনে নয়জন! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই নেত্রীকে এক টেবিলে বসার আহবান জানিয়ে নয়টি রাজনৈতিক দল মানববন্ধন করেছে। তবে ওই মানববন্ধনে কেবল দলগুলোর নয়জন প্রধান উপস্থিত ছিলেন।



বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) আয়োজিত মানববন্ধনটি রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

দু’টি ব্যানার নিয়ে নয়জন এ মানববন্ধনে অংশ নেন।

অংশ নেওয়া সবাই কোনো না কোনো দলের প্রধান হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য দেন। তবে কেউ নিজেকে কর্মী বলে পরিচয় দেননি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হলেন, বাকশালের সভাপতি মাহবুব আলম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, জনতার বাংলাদেশ -দলের সভপতি জাহাঙ্গির হোসেন। বাকিরাও বিভিন্ন দলের প্রধান বলে তাদের বক্তব্যে উল্লেখ করেছেন।

বক্তব্যে তারা বলেন, জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের উচিত, ক্ষমতা ছেড়ে দেওয়া। এখনকার আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয় বলেও তারা মন্তব্য করেন।

মানববন্ধন শেষে বক্তাদের একজন জনতার বাংলাদেশ -দলের সভপতি জাহাঙ্গীর হোসেন জানান, যে নয়জন উপস্থিত ছিলেন, তারা সবাই একেকটি দলের প্রধান।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।