বগুড়া: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস এনডিসি বলেছেন, চারপাশে মানুষের বাগান তৈরি করতে হবে। ফুল বাগান তৈরি করতে হলে নানা রঙের ফুলের প্রয়োজন হয়।
শনিবার(১০ জানুয়ারি) দুপুর একটার দিকে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বগুড়া জিলা স্কুল মাঠে ১০ দিনব্যাপী এ বইমেলা সম্পন্ন হয়েছে।
সংস্কৃতি সচিব বলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেযে সম্ভাবনাময় দেশ। পৃথিবীতে একটি মাত্র দেশ বাংলাদেশ, যে দেশটির স্বাধীনতার জন্য এক কোটি মানুষ দেশান্তরিত হয়েছিলেন। ৩০ লাখ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন, ৪ লাখ নারী সম্ভ্রম হারিয়েছিলেন। তাই, চিকিৎসকের মতো করে দেওয়া প্রেসক্রিপশন পড়ে কাজ হবে না, দেশের স্বার্থকে সবার ওপরে তুলে ধরতে হবে। ইতিহাস জানতে বই পড়ায় ব্যাপক মনোনিবেশ করতে হবে। যতোদিন বাঁচবো, ততোদিন মুক্তিযুদ্ধের বার্তা, মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে, তবেই সার্থক হবে এই বইমেলা।
বগুড়ার জেলা প্রশাসক মো: শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের সচিব অসীম কুমার দে, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহান আখতার জাহান, দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ফারজানা ফেরদৌস জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম, শিমুল কুমার সাহা, ডেপুটি নেজারত কালেক্টর(এনডিসি) প্রত্যয় হাসান, হাবিবুল হাসান রুমিসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মীরা উপস্তিত ছিলেন।
গত ১ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় ‘রুটি-মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু একটি বই অনন্ত যৌবনা’, ‘আইনের মৃত্যু আছে, কিন্তু বইয়ের মৃত্যু নেই’, ‘একটি ভালো বই বর্তমান ও চিরকালের জন্য উৎকৃষ্ট বন্ধু’ ইত্যাদি স্লোগান নিয়ে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫