ঢাকা: হাইকোর্টের ৯নং আদালতের ভেতরে বইয়ের মধ্যে পাওয়া বোমা সদৃশ বস্তুটি সরিয়ে নিয়ে গেছে বোম ডিসপোজাল ইউনিট।
রোববার (১১ জানুয়ারি) দুপুর ৩টা বিশ মিনিটের দিকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল এসে বস্তুটি উদ্ধার করে নিয়ে যান।
রহমতউল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানান, এটি বোমা সদৃশ বস্তু বলেই মনে হচ্ছে। পরীক্ষা করে বোঝা যাবে, আসলেই এটি বোমা না কি, কেউ আতঙ্ক ছড়ানোর জন্য রেখে গেছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বোমা সদৃশ বস্তু দেখা যাওয়ায় হাইকোর্ট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটি একটি বই কেটে ভেতরে বসানো ছিল।
অ্যানেক্স ভবনের এই আদালতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন।
বেঞ্চ অফিসার আবদুল হাসিব বাংলানিউজকে জানান, বেঞ্চের বিচারপতিরা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর ফাঁকা এজলাস কক্ষের পেছনের বেঞ্চে বইটি দেখা যায়। বইটি খুলে সেখানে তার মাঝখানে পাতা কেটে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখা যায়।
দ্রুত এজলাস কক্ষ থেকে সবাই সরে যান। কক্ষটি বন্ধ রাখা হয়। এরপরই পুলিশ ও বোমা অপসারণ দলকে খবর দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান জানান, বস্তুটি ককটেলের মতোই দেখতে। বোমা অপসারণ দলকে খবর দেওয়ার পর তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
** হাইকোর্টের ভেতরে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক