ঢাকা: চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে গুলশানের একটি গোপন স্থানে কিছু সংবাদ মাধ্যম কর্মীদের ডেকে নিয়ে তিনি এ আহ্বান জানান।
২০ দলীয় জোট নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি চালিয়ে যেতে হবে। বিজয় নিশ্চিত হবার পর ঘরে ফিরে যাবো।
হরতাল অবরোধের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের ব্যাপারে এফবিসিসিআই’র বক্তব্যের জবাবে রিজভী বলেন, সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর যখন গুলি চলে, অন্যায় ভাবে দলীয় নেতাকর্মীদের খুন ও গুম করা হয় তখন এফবিসিসিআই কোনো কথা বলেনি। এখন তারা যা বলছে মূলত: সরকারের স্বার্থ রক্ষার জন্যই বলছে।
বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত উপলক্ষে অবরোধ কর্মসূচি স্থগিতের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের আহ্বানের জবাবে তিনি বলেন, যারা মতিঝিলে হেফাজতের অসংখ্য আলেমকে নির্মমভাবে হত্যা করে, যাদের মন্ত্রী ইসলাম নিয়ে কটুক্তি করে তাদের কারাগারে জামাই আদারে রাখা হয়। তাদের মুখে ইসলমের জন্য দরদ মাখা কথা মানায় না।
আর যাই হোক আওয়ামী লীগ দেশের ইসলামের সেবক নয়, তা দেশের জনগণ ভালো করে জানে যোগ করেন রিজভী।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫