ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাভার আ.লীগের ১০ হাজার নেতাকর্মী জনসভায় আসবে

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সাভার আ.লীগের ১০ হাজার নেতাকর্মী জনসভায় আসবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) উদযাপন উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে সাভার উপজেলা আওয়ামী লীগ।

রোববার (১১ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।



তিনি বলেন, ঢাকার জনসভা সফল করার ক্ষেত্রে সাভারের কর্মীদের গুরুত্ব বেশি। এ জন্য সোমবারের জনসভায় সাভারের পক্ষ থেকে ১০ হাজার নেতাকর্মী উপহার দিতে চাই।
এ সময় তিনি বিএনপি ও শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশকে বিএনপি ও শিবিরের তাণ্ডব থেকে রক্ষা করতে হবে।
 
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডল প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে লন্ডন ও দিল্লি হয়ে স্বদেশের মাটি ঢাকায় পা রাখেন।

এরপর থেকে বাঙালি জাতি দিনটিকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে আসছে। বিশ্ব ইজতেমার কারণে দিবসটি যথাযথভাবে পালনের জন্য ১০ তারিখের পরিবর্তে ১২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।