ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি জাতিকে অপমান করেছে : হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বিএনপি জাতিকে অপমান করেছে : হানিফ মাহবুব উল হানিফ

ঢাকা: ভারতের ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে টেলিফোন আলাপ নিয়ে মিথ্যাচার এবং মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে বিবৃতি দিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ।

রোববার ( ১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা মঞ্চ মাঠের প্রস্তুতি কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



হানিফ বলেন, বিএনপি প্রেস রিলিজে জানিয়েছে বিজেপি সভাপতি অমিত শাহ টেলিফোন করে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। অথচ অমিত শাহ নিজেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, তিনি খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেননি, ঢাকায় কোথাও কোন ফোনও করেন নি। এটা সম্পূর্ণ মিথ্যা।

বিএনপি এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনা প্রমাণ করেছে বলেও মনে করছেন হানিফ।

তিনি আরও বলেন, দেশের মানুষের বিএনপির প্রতি ন্যূনতম সমর্থন নেই। ছলচাতুরি করে তারা বিদেশিদের মুখাপেক্ষী হচ্ছে। আর জাতিকে অপমান করছে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য ‍রাখবেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।