ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি মিথ্যাচারী দল: খাদ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বিএনপি মিথ্যাচারী দল: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বিএনপি একটি মিথ্যাচারী দল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।



অ্যড. কামরুল বলেন, দেশে যখন বিশ্ব ইজতেমা চলছে তখন বিএনপি টোকাই ভাড়া করে অবরোধ দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেই তারা অনির্দিষ্টকালের অবরোধ দিচ্ছে। এমনকি বিশ্ব ইজতেমা পর্যন্ত ছাড় দেয়নি।  

তিনি বলেন, বিএনপি আসলেই একটি মিথ্যাচারের দল। বিজেপি প্রধান অমিত শাহ’র  সঙ্গে নাকি খালেদা জিয়ার কথা হয়েছে। কংগ্রেসম্যানরা নাকি তাদের জন্য বিবৃতিতে দিয়েছে। অমিত শাহ খালেদা জিয়ার সঙ্গে কোনো কথাই বলেন নি।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মিথ্যাচারের জন্য আমাদের দেশের সুনাম নষ্ট হয়েছে। ওনার (খালেদা জিয়া) লজ্জ‍া না থাকতে পারে, তবে আমরা রাজনীতিবিদ হিসেবে লজ্জা পেয়েছি।

কামরুল বলেন, খালেদা জিয়া মিথ্যার ওপর দাঁড়িয়ে আছেন। আগামী এক সপ্তাহ যদি অবরোধ তাকে তার অবস্থা শোচনীয় হতে বাধ্য। সাধারণ জনগণ তাদের ওপর ক্ষেপে আছে। কারণ যেভাবে তারা গাড়ি ভাঙচুর ও জ্বালাও পোড়াও করছে সাধারণ জনগণ তাদের ধাওয়া করবে।

বর্ধিত সভায় অবরোধ কর্মসূচির কঠোর সমালোচনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এক’শ টি দেশের মুসল্লি বিশ্ব ইজতেমায় ইবাদতের জন্য এসেছেন। কিন্তু খালেদা জিয়া অবরোধের নামে ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছেন।

তিনি খালেদা জিয়াকে বুয়া, পলস্ আখ্যা দিয়ে বলেন, জনগণ তাকে (খালেদা) যে নামে ডাকবেন এখন সেটাই প্রযোজ্য হবে।

মন্ত্রী বলেন, বিজেপি প্রধানের সঙ্গে ওনার (খালেদা) কথা হয়েছে বলে তিনি কি বুঝাতে ‍ চান। বিএনপিকে কি বিজেপি ক্ষমতায় বসিয়ে দেবে?

তিনি বলেন, খালেদা মিথ্যাচার করে গোঠা দুনিয়ার কাছে নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিগণিত হয়েছেন। কেউ তাকে বিশ্বাস করে না।

এ সময় তিনি আইনজীবীদের স্টাডি করার পরামর্শ দিয়ে মায়া বলেন, মিথ্যাচারের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এটাই হবে উপযুক্ত জবাব।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।