ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

চাষী নজরুলের মৃত্যুতে খালেদার শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, জানুয়ারি ১১, ২০১৫
চাষী নজরুলের মৃত্যুতে খালেদার শোক খালেদা জিয়া ও চাষী নজরুল ইসলাম

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (১১ জানুয়ারি) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন শোক জানান।



তিনি বলেন, একজন গুণী ও মেধাসম্পন্ন চলচ্চিত্রকার হিসেবে চাষী নজরুল ইসলাম বহু কৃতিত্ব ও সুনাম অর্জন করেছিলেন। এজন্য তিনি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

কীর্তিমান এ পরিচালকের মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের মনে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, তাতে আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি।

তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র জগতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।

বিএনপি চেয়ারপারসন চাষী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

রোববার ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।


বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।