ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোমবার লক্ষ্মীপুরে ছাত্রলীগের একাংশের হরতাল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সোমবার লক্ষ্মীপুরে ছাত্রলীগের একাংশের হরতাল!

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের একাংশ হরতাল ডেকেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।



রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও নবগঠিত কমিটির সহ-সভাপতি আশরাফুল আলম সংবাদিকদের হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে।

নবগঠিত কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল আলমের গ্রুপ সশস্ত্র মহড়া দিয়ে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে তালা দেয়, সড়ক অবরোধ করে এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে, নবগঠিত কমিটির সভাপতি চৌধুরী মাহমুদ নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে শহরে আনন্দ মিছিল বের হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।