ময়মনসিংহ: রাজনৈতিক সহিংসতায় জামায়াত-বিএনপি জোটের ক্যাডারদের ছুঁড়া পেট্রোল বোমার দগ্ধ সিদ্দিকুর রহমানের (৪০) পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ শহরের কাশর পুলিশ লাইন এলাকার সিদ্দিকুরের বাসায় গিয়ে বাবা ইদ্রিস আলীর (৮০) হাতে চিকিৎসা বাবদ নগদ ৪০ হাজার টাকা তুলে দেন তিনি।
গত ৭ জানুয়ারি দেশের সবচেয়ে জনপ্রিয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে ‘সিদ্দিকুরের একাদশের সংসারে একাদশী আসন্ন’ শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। হৃদয়স্পর্শী এ প্রতিবেদন দৃষ্টিগোচর হয় ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুর।
এর পরপরই তিনি পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন এবং রোববার অগ্নিদগ্ধ সিদ্দিকুরের চিকিৎসা বাবদ নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা ও স্থানীয় কাশর, স্টেডিয়াম এলাকার লোকজনের মাধ্যমে সংগ্রহ করা আরো ৩০ হাজার টাকা তুলে দেন।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর মো. গোলাম রফিক দুদু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সেলিম সাজ্জাদ, যুবলীগ নেতা শাহীনুর রহমান, অগ্নিদগ্ধ সিদ্দিকুরের সন্তানরাসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বাংলানিউজের প্রকাশিত প্রতিবেদনের প্রশংসা করে বলেন, মানুষ মানুষের জন্য। সিদ্দিকুরের পরিবারের হৃদয়বিদারক আহাজারির ছাপচিত্র ওঠে এসেছে বাংলানিউজে। মানবিক এ সহায়তায় সিদ্দিকুর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার দারিদ্র্যজর্জর পরিবারের হাল ধরবেন।
প্রসঙ্গত, গত ৫ জানুযারি সন্ধ্যায় শহরের জিলা স্কুল মোড় এলাকায় জামায়াত-বিএনপির ক্যাডারদের ছুঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন ব্যাটারিচালিত অটো চালক সিদ্দিকুর রহমান। বর্তমানে সিদ্দিকুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫