ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে ৭টি ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
গাজীপুরে ৭টি ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর জেলার রাজবাড়ি রোডে জোরপুকুর পাড় থেকে সিনা হাসপাতাল পর্যন্ত স্থানে ১৫ মিনিটে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।



প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জোরপুকুর পাড়ে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এরপর আরও ২টি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর কয়েক মিনিটের মাথায় আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। জোরপুকুর পাড় থেকে রাজবাড়ি রোডে সিনা হাসপাতাল পর্যন্ত পর পর ওই ৭টি ককটেল বিস্ফোরণ হওয়ায় রাস্তার দুই পাশের দোকান পাট বন্ধ হয়ে যায়।

কর্তব্যরত জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন বাংলানিউজকে জানান, কাগজ দিয়ে পটকা বানিয়ে ফ‍ুটিয়েছে জামাত-শিবিরের কর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।