ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

আবারও খালেদার কার্যালয়ের সামনে থেকে ট্রাক সরলো

ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, জানুয়ারি ১১, ২০১৫
আবারও খালেদার কার্যালয়ের সামনে থেকে ট্রাক সরলো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে রাখা মাটি, ইট ও বালুভর্তি ৭টি ট্রাক আবারও সরিয়ে নেওয়া হয়েছে।   

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এসব ট্রাক বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের রোডে রাখা হয়।

দুপুর ১২টার দিকে আনা এসব ট্রাক সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যলয়ের সামনের সড়কের উত্তর পাশে পুলিশের বড় দুটি ভ্যান আড়াআড়িভাবে করে রাখা আছে।
 
অন্যদিকে কার্যালয়ের সড়কের দক্ষিণ পাশে আড়াআড়িভাবে একটি জলকামান রাখা হয়েছে। এর থেকে কয়েক গজ দূরে রয়েছে পুলিশের একটি মানব দেয়াল। তার পাশেই রাস্তার একধারে রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের দুটি ময়লার ট্রাক।
 
রোববার দুপুর ১২টার দিকে রাখা ট্রাকগুলোর মধ্যে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের উত্তর পাশে ৮৬ নম্বর রোডে ২টি এবং দক্ষিণ পাশে ৯০ নাম্বার রোডে ৫টি ট্রাকের অবস্থান দেখা যায়।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্তও ট্রাকগুলো সেখানে অবস্থান করছিলো। এরপর সন্ধ্যা ৭টার দিকে থেকে এসব ট্রাক সরিয়ে নেওয়া হয়।

দুপুরে ট্রাকের চালক ও হেলপারদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বাড্ডা, উত্তরার আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থান থেকে মাটি, বালু ও ইট বোঝাই এসব ট্রাক আনা হয়।
 
এমন একটি মাটিবোঝাই ট্রাকের চালক শাজাহান বাংলানিউজকে জানান, তিনি আব্দুল্লাহপুর থেকে মাটি বোঝাই করে ট্রাক নিয়ে যাচ্ছিলেন ক্যান্টনমেন্ট এলাকায়। পরে গন্তব্য পরিবর্তন করে তাকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আসতে হয়েছে।
 
এর আগে ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ইট, বালু, সুরকি ও পাথরভর্তি ১৩টি ট্রাক রাখা হয়। এরপর ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ১১টি ট্রাক সরিয়ে নেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

** খালেদার কার্যালয় এলাকায় ফের মাটির ট্রাক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।