ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে কীটনাশকবাহী গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রাজশাহীতে কীটনাশকবাহী গাড়িতে আগুন ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীত নগরীরর খড়খড়ি বাইপাস এলাকায় কীটনাশকবাহী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে গাড়িতে থাকা কীটনাশকের অর্ধেকই পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নুর হোসেন বাংলানিউজকে জানান, কীটনাশকবাহী গাড়িটি বাইপাস দিয়ে রাজশাহীর অভিমুখে আসছিলো। পথে খড়খড়ি বাইপাস এলাকায় এলে দুর্বৃত্তরা গাড়িটির পথ রোধ করে অগ্নিসংযোগ করে। গাড়িটি অটো ক্রোপ কেয়ার লিমিটেড কোম্পানির।

ওসি আরো জানান, গাড়িটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে সদর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।