ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায়নি আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, জানুয়ারি ১২, ২০১৫
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায়নি আ’লীগ

ঢাকা: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলেক্ষ রাজধানীর সোহরাওয়ার্দী  উদ্যানে আওয়ামী লীগকে এখনো সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

রোববার (জানুয়ারি ১১) রাত ১১টায় রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল বাতেন বাংলানিউজকে বলেন, সোমবার আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।



তিনি বলেন, ‘সমাবেশের অনুমিত দিয়েছে পুলিশ’- আমার এমন বক্তব্য দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি সঠিক নয়।
 
ডিএমপি সূত্র জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে এখনো অনুমতি দেয়নি পুলিশ। সোমবার সকালে এ বিষেয় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সূত্রটি।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার সমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু বিশ্ব ইজতেমার কারণে তা পরিবর্তন করা হয়।
 
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।