সাভার (ঢাকা) : সাভারে হরতাল ও অবরোধের সমর্থনে মহিলা দল বিক্ষোভ মিছিল করেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে সাবেক সংসদ সদস্য ড. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে থেকে আশুলিয়া থানা মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। একই সঙ্গে মহিলা দলের পাঁচ নেতাকর্মীসহ ১০ জনকে আটক করেছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।
অন্যদিকে সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের রাজালাখ র্ফাম রোডের সামনে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাংচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, গুটি কয়েক অবরোধ ও হরতাল সমর্থক ব্যানার নিয়ে রাস্তায় নেমে আতঙ্ক তৈরি, যানবাহন ভাংচুর ও জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে সকালে হরতাল ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে মহাসড়কে পাথর ফেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে ঢাকা জেলা মহিলা দলের নেতাকর্মীরা। পরে তারা মহাসড়কে চলাচলের সময় পাঁচটি গাড়ি ভাংচুর করে।
এছাড়া ঢাকার ধামরাইয়ে সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খাঁনের বাড়ি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের বাড়িসহ উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশ ধামরাইয়ের জয়পুরা ও বাথুলি এলাকা থেকে জসিম উদ্দিন ও দাউদ আলী নামের বিএনপির দুই কর্মীসহ তিনজনকে আটক করে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময় : ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫