ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

গুলশান কার্যালয়ে টানা নবম দিনে খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, জানুয়ারি ১২, ২০১৫
গুলশান কার্যালয়ে টানা নবম দিনে খালেদা ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নবম দিন পার করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৫ জানুয়ারি বিএনপি জোটের ‘গণহত্যা দিবসের’ কর্মসূচি পালনের দু’দিন ‍আগে ৩ জানুয়ারি ‍রাতে এ কার্যালয়ে প্রবেশের পর আর বের হননি তিনি।

তার এ অবস্থানকে ‘অবরুদ্ধ’ বলে দাবি করছে বিএনপি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের অবস্থান দেখা যায়। এছাড়া, কার্যালয়ে যেন গাড়ি নিয়ে প্রবেশ করা না যায় অথবা কার্যালয় থেকে যেন গাড়ি নিয়ে বের না হওয়া যায় সেজন্য আগের মতোই প্রবেশপথে আড়াআড়িভাবে জলকামান ও পুলিশ ভ্যান রাখতে দেখা ‍যায়।

কার্যালয়ের সামনের সড়কের উত্তর পাশে পুলিশের বড় দু’টি ভ্যান এবং কার্যালয়ের সড়কের দক্ষিণ পাশে আড়াআড়িভাবে একটি জলকামান রাখা হয়েছে। এর থেকে কয়েক গজ দূরে রয়েছে পুলিশের একটি মানব দেয়াল। তার পাশেই রাস্তার একধারে রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের দুটি ময়লার ট্রাক।
 
এর আগে অবশ্য, দ্বিতীয় দফায় রোববার (১১ জানুয়ারি) দুপুরে সেখানে মাটি, ইট ও বালুভর্তি ৭টি ট্রাক রাখা হলেও রাতেই সরিয়ে নেওয়া হয়।

গত ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ইট, বালু, সুরকি ও পাথরভর্তি ১৩টি ট্রাক রাখা হয়। এরপর ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ১১টি ট্রাক সরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।