যশোর: বেনাপোল স্থলবন্দর থেকে ছেড়ে আসা পেঁয়াজবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
রোববার (১১ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার মালঞ্চি এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক বাংলানিউজকে জানান, বেনাপোল স্থলবন্দর থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক যশোর অভিমুখে আসছিলো। পথে ট্রাকটি যশোরের মালঞ্চি এলাকায় পৌঁছুলে অবরোধকারীরা বোতলে কেরোসিন ভরে আগুন জ্বালিয়ে ট্রাকে ছুঁড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু বাংলানিউজকে বলেন, রাত ১২টার দিকে খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫