ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই নেত্রকোনায়, আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
হরতালের প্রভাব নেই নেত্রকোনায়, আটক ১১

নেত্রকোনা: ছাত্রদলের ডাকা সোমবারের (১২ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি নেত্রকোনায়।

এদিকে, হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কেন্দুয়া উপজেলার হারেছ উদ্দিন, দুল মিয়া, দুলাল খান, হাশেম মিয়া, জানু আকন্দ, সোহাগ, আটপাড়া উপজেলার মিলন মিয়া, মোফাজ্জল হক, মোহনগঞ্জ উপজেলার রমজান আলী, বারহাট্টা উপজেলার সাজিদ মিয়া ও মদন উপজেলার ইদম মিয়া।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা বেগম বাংলানিউজকে জানান, হরতালে নাশকতা সৃষ্টির চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে।

তিনি আরো জানান, সোমবার সকাল থেকেই জেলার ১০ উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। দোকানপাট, স্কুল কলেজ, ব্যাংক ও অফিস-আদালতে যথারীতি কাজ চলছে। শহরে হরতালের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো মিছিল, মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।

নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে পুলিশ টহল রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।