ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মতিঝিলে পুলিশ-অবরোধকারী ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মতিঝিলে পুলিশ-অবরোধকারী ধাওয়া পাল্টা ধাওয়া

ঢাকা: রাজধানীর মতিঝিল জনতা ব্যাংকের সামনে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায় অবরোধকারীরা।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড়ের মাঝামাঝি জনতা ব্যাংক কার্যালয়ের সামনে হঠাৎ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে অবরোধকারীরা।

এ সময় তারা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ।   
 
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা রাখী আকতার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত কারার চেষ্টা করছে। জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়‍ারি ১৩, ২০১৫, আপডেট: ১৭৫৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।