ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে হরতাল সমর্থনের মিছিলে ককটেল, আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
গাজীপুরে হরতাল সমর্থনের মিছিলে ককটেল, আটক ৮

গাজীপুর: বিএনপির ডাকা অবরোধ ও হরতালের সমর্থনে জেলা শহরে ছাত্রদলের মিছিলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া গত ১২ ঘণ্টায় গাজীপুরে আটজনকে আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের স্বর্ণপট্টিতে মহানগর ছাত্রদলের একটি মিছিল বের হয়ে তানবীর প্লাজা হয়ে ফের স্বর্ণপট্টিতে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সভা হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মমিন বাংলানিউজকে বলেন, জেলা শহরে ছাত্রদল মিছিল বের করে দুটি ককটেল বিস্ফোরণ করেছে।

মিছিল পরবর্তী সমাবেশে গাজীপুর মহানগর ছাএদল নেতা লিয়াকত হোসেন লিটন, আসলাম মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোনায়েম খন্দকার, যুগ্ন আহবায়ক শিশির মনির, আকতার হোসন, ছাত্রনেতা ফারুক সজল, সোহাগ, মাসুদ রানা  ও রাকিব বক্তব্য রাখেন।

অবরোধের অষ্টম দিনে নাশকতার আশঙ্কায় গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে কালিয়াকৈর বাজার হতে একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা-টাংগাইল মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে মিছিলটি বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে আবার কালিয়াকৈর বাজারে গিয়ে শেষ হয় ।

সোমবার (১২ জানুয়ারি) জেলা ছাত্রদলের সহ-সমাজকল্যাণ সম্পাদক নাজমুল খন্দকার সুমন আটকের প্রতিবাদে জেলা ও পৌরসভা ছাত্রদল গাজীপুরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।