ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার পতন পর্যন্ত অবরোধ: রিজভী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সরকার পতন পর্যন্ত অবরোধ: রিজভী রুহুল কবির রিজভী

ঢাকা: সরকার পতন পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।



বিবৃতিতে রিজভী বলেন, ভয়ঙ্কর দু:শাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্য। আমরা ষ্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান অবৈধ সরকারকে অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। আমি শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার জন্য বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি বলেন, অবরোধ সমর্থকরা ‘ন্যায় ও সত্যের পক্ষে’, তারা জুলুমবাজ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। উদ্দেশ্য একটাই-দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা।

রিজভী বলেন, প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা নাশকতা ঘটিয়ে উল্টো বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এভাবে মামলা দিয়ে, গ্রেফতার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না। আমি গ্রেফতারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা যে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের বক্তব্যের জবাব একদিন এদেশের জনগণ দেবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।