ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান কারাগারে ছবি: প্রতীকী

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মশিউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পুলিশের উপর হামলা ও বোমা বিস্ফোরণের পৃথক দুইটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মশিউর রহমান বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

যশোর কোর্ট পুলিশের পরিদর্শক রেজাউল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লতিফ সিদ্দিকী হজ ও মহানবীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ২০১৪ সালের ১ অক্টোবর প্রেসক্লাব যশোরের সামনে ২০ দলীয় জোট মানববন্ধন করে। এ মানববন্ধন থেকে পুলিশের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মশিউর রহমানসহ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করে।

ওই ‍মামলায় গত বছরের ৯ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পায়। গত ৭ জানুয়ারি জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিনি যশোর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।