আশুলিয়া(ঢাকা): সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামি করা হয়েছে আশুলিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড.দেওয়ান মো.সালাউদ্দিন বাবু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান. সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লব সহ বিএনপির ২৬ নেতাকর্মীকে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলা নং১৭।
পুলিশ জানায় গত ১০ জানুয়ারি সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে গুলিস্তান থেকে আশুলিয়ার জিরানী যাওয়ার পথে গ্রামীণ সেবা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। পরে সাভার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন অবৈধ ভাবে মহাসড়কে যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫