ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে বিকল্প সিটি সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি-২৭ নম্বরের ধানমন্ডি গভ. বয়েজ স্কুলের সামনের রাস্তায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফায়ারম্যান জিয়াউর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকলে, বাসটিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
** রমনার হাজিপাড়ায় ককটেল বিস্ফোরণ, আটক ৪
** বাংলামোটর মোড়ে ৩টি ককটেল বিস্ফোরণ
** বেইলী রোডে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ