চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় উপজেলায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজবাসে অাগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় চান্দিনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দাউদকান্দি-চান্দিনা-দেবিদ্বার ও বুড়িচং উপজেলা অংশের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের নাহিম পরিবহনের বাসটি ভাড়া করে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে বাসটি শিক্ষার্থীদের নামিয়ে চান্দিনা স্টেশন এলাকায় দরজা-জানালা বন্ধ করা অবস্থায় দাঁড়ানো ছিল।
সন্ধ্যায় সোয়া ৭টায় হঠাৎ গাড়িতে আগুন দেখে স্থানীয়রা চান্দিনা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসের বেশ কয়েকটি সিট পুড়ে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্সেদ বাংলানিউজকে জানান, আগুনে বেশি ক্ষতি হয়নি। হাতে গোনা ২/১টি সিট পুড়েছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫